বর্তমান যুগে
মানুষের নানাবিধ চাহিদার ভেতর সবচেয়ে জরুরী হচ্ছে মোবাইল ফোন। এরমধ্যে সংরক্ষিত থাকে
ব্যবহারকারীর অনেক মূল্যবান তথ্য। আর দুর্ভাগ্যজনকভাবে এই যোগাযোগের মাধ্যম মোবাইলটি
চুরি হয়ে গেলে বা বেখেয়ালে হারিয়ে গেলে অনেকটা হতাশায় ভোগেন ব্যবহারকারী। কেননা টাকা
দিয়ে আরেকটি নতুন মোবাইল কিনতে পাওয়া যাবে ঠিকই, কিন্তু খোয়া যাওয়া মোবাইলে সংরক্ষিত
গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো আর ফিরে পাওয়া যাবেনা। হতাশ হয়ে মোবাইল ফেরত পাওয়ার আশা ছেড়ে
দেন অনেকে। আবার কেউ-কেউ চেষ্টা চালিয়ে যান তা প্রিয় মোবাইলটি ফিরে পাওয়ার। স্মরনাপন্ন
হন থানা-পুলিশের।
এরকমই ক্ষতিগ্রস্থ কয়েকজন তাদের খোয়া যাওয়া মোবাইল ফিরে পেতে সাধারণ ডায়েরী করেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানায়। ডায়েরীর সূত্রধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ পর্যন্ত ১৫টি মোবাইল দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারপূর্বক মালিকের কাছে হস্তান্তর করেন তদন্তের দায়িত্ব পাওয়া জোরারগঞ্জ থানার এএসআই মহিউদ্দিন।
সর্বশেষ মিরসরাই উপজেলা প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক
নাছির উদ্দিনের একটি মোবাইল উদ্ধারপূর্বক ৭ নভেম্বর রাতে তার হাতে হস্তান্তর করেন জোরারগঞ্জ
থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ও মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা এএসআই মহিউদ্দিন।
মোবাইল ফিরে পেয়ে এসময় থানার ওসি এবং এএসআই মহিউদ্দিনের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন ও ধন্যবাদ
জানান সাংবাদিক নাছির উদ্দিন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, অনেকে আসেন মোবাইল হারানোর বিষয় নিয়ে। আমরাও চেষ্টা করি দ্রুত তাদের মোবাইলটি উদ্ধার করে দেয়ার জন্য। সেই লক্ষ্যে থানার অফিসাররা অত্যন্ত গুরুত্ব দিয়ে চেষ্টা চালিয়ে যান মোবাইলগুলো উদ্ধারের।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন