নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে
বলা হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মো.
নুরুল আবছারকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের
চেয়ারম্যান পদে নিয়োগ করা হল।
উল্লেখ্য, মো. নুরুল আবছার কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন
নৌবাহিনীর বিভিন্ন দায়িত্ব পালন করার পর কমোডর পদে উত্তীর্ণ হন। সর্বশেষ জাতীয় গোয়েন্দা
সংস্থা এনএসআই-এর সিনিয়র কর্মকর্তা পদে নিয়োজিত ছিলেন তিনি।
স্মর্তব্য, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে বিগত ২০১৫’র
৬ জুলাই। এতে প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল
ফোরকান। তিনি টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন