চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনপদ

আশুগঞ্জ তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ১৯, ১২:৪০ অপরাহ্ন
তালশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে তালশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলাইমান সিকান্দর।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. সুফিউল্লা মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মো. মহসিন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু নাছের আহমেদ ও মো. হানিফ মুন্সি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগ নেতা হাজী সাইদুর রহমান, হেবজুল বারী, হাজী আনিছুর রহমান, মোশারফ হোসেন মুন্সি, তোফায়েল আলী রুবেল, মো. মনির সিকদার, মো. সালাউদ্দিন, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মো. সেলিম, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুব খান, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোরশেদ মাষ্টারসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর নেতাকর্মীদের মাঝে হট্টগোল হওয়ার কারণে কমিটি গঠন করা হয়নি।


- আশুগঞ্জ প্রতিনিধি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video