‘হাওয়া’ চলচ্চিত্রের কয়েকটি দৃশ্যে খাঁচাবন্দি একটি শালিক পাখি দেখানো হয়েছে, যা নিয়ে আপত্তি তুলেছেন পরিবেশবাদীরা।
বাংলাদেশে সম্প্রতি মুক্তি
পাওয়া বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’-য় বন্যপ্রাণী শালিক পাখিকে খাঁচায় আটক দেখানো ও হত্যা করে খাওয়ার
দৃশ্য থাকায় উদ্বেগ জানিয়েছে পরিবেশবাদী ৩৩টি সংগঠন।
চলচ্চিত্রের ওই দৃশ্যটি
সংশোধন করে ক্ষমা চাওয়ার জন্য তারা পরিচালক ও অভিনয় শিল্পীর প্রতি আহ্বান জানিয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলোর একটি
জোট ‘বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট’ দাবি করছে, চলচ্চিত্রে
বেশ কয়েকটি দৃশ্য রয়েছে যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’র
সুস্পষ্ট লঙ্ঘন। বন্যপ্রাণী সংক্রান্ত এ ধরনের অপরাধের ফলে সাধারণ মানুষ পাখি শিকার,
খাঁচায় পোষা ও হত্যা করে খাওয়ায় উৎসাহিত হবে।
এটি ছাড়াও সম্প্রতি আরো
কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করতে দেখা গেছে জানিয়ে
উদ্বেগ প্রকাশ করেছে জোট। এর ফলে বন্যপ্রাণীর জন্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে তারা মনে করে।
তবে ছায়াছবিটির পরিচালক
বলছেন, ‘ফিকশন’ হিসাবে ওই দৃশ্য দেখানো হলেও কোন বন্যপ্রাণী হত্যা করা হয়নি।
‘হাওয়া’ নিয়ে অভিযোগগুলো
গত ২৯ জুলাই মুক্তি পাওয়া
‘হাওয়া’ চলচ্চিত্রে ট্রলারে থাকা একটি খাঁচায় শালিক পাখিকে বন্দি অবস্থায়
দেখা যায়। এক পর্যায়ে সেটিকে হত্যা করে খাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।
ইউটিউবে প্রকাশ করা চলচ্চিত্রটির
‘বিহাইন্ড দ্যা সিন’ বা পর্দার পেছনের
দৃশ্যে সামুদ্রিক প্রাণী শাপলা পাতা মাছ দেখানো হয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এরকম দৃশ্য এধরনের প্রাণী শিকারে উৎসাহিত করতে পারে।
মন্তব্য করুন