দেশে ফিরছেন শাকিব খান। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় তিনি দেশের বাইরেআছেন।গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব। জানা যায়, ঈদের আগেই দেশে আসছেন তিনি।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এপ্রিল মাসের শেষ নাগাদ দেশে ফেরার কথা রয়েছে এই নায়কের। মূলত ঈদ উপলক্ষ্যেই তিনি দেশে আসছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগামী জুন মাসেই ফের যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন ঢালিউড কিং।
হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে শাকিবের নতুন সিনেমার শুটিং ‘রাজকুমার’। গত ২৮ মার্চ নিজের জন্মদিনে সিনেমার ঘোষণা ও নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা।
এদিকে আসন্ন ঈদে দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি। কয়েকদিন আগে এর টিজার প্রকাশ হয়েছে। গতকাল শনিবার (৯ এপ্রিল) উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির গান ‘জমবে মেলা’। মুক্তি উপলক্ষে এভাবেই চলছে প্রচারণার কাজ।
ইতোমধ্যে শাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বলে শোনা যায়। নভেম্বরে সেখানে গিয়েই তিনি আবেদন করেছিলেন। গ্রিন কার্ড পাওয়ার শর্ত হিসেবেই টানা পাঁচ মাস সেখানে অবস্থান করছেন শাকিব।
মন্তব্য করুন