চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

উপকুল

শিক্ষা ও সাংস্কৃতিক কন্ঠ (শিসাক)-এর উদ্যোগে প্রথম বারের মতো ৭ দিন ব্যাপি একুশে বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে সাউথ সন্দ্বীপ কলেজ মাঠে।

সন্দ্বীপে ৭ দিন ব্যাপি বই উৎসব শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ২২, ০৬:৫৯ অপরাহ্ন
শিক্ষা ও সাংস্কৃতিক কন্ঠ (শিসাক)-এর উদ্যোগে প্রথম বারের মতো ৭ দিন ব্যাপি একুশে বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।

প্রথম বারের মতো ৭ দিন ব্যাপি একুশে বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে সাউথ সন্দ্বীপ কলেজ মাঠে। শিক্ষা ও সাংস্কৃতিক কন্ঠ (শিসাক)-এর উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বিকাল তিনটায় এ মেলার উদ্বোধন করেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা।


 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিতা এমপি। প্রধান আলোচক ছিলেন কানাই চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রেজা টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রেজাউল করিম সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন।

 

বই মেলা উদ্বোধন শেষে মেলায় আগত বইয়ের স্টল ঘুরে দেখেন সাংসদ মাহফুজুর রহমান মিতাসহ অতিথিবৃন্দ।


- ওমর ফয়সাল/সন্দ্বীপ

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video