চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

উপকুল

চট্টগ্রামের মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা

জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ Jun ১৩, ০৪:২৩ অপরাহ্ন

২০১৮ এবং ২০২০ সালে চট্টগ্রামের মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা ৭৭ জন জলদস্যুদের মাঝে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস-এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১২ জুন বুধবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনধারার উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। র‌্যাব-৭, চট্টগ্রাম-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী, মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম এবং বাঁশখালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 

আত্মসমর্পণ করা জলদস্যুরা র‌্যাবের এরূপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করে এবং র‍্যাবের তরফ থেকে অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে। উল্লেখ্য, জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে র‌্যাব তাদেরকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে উপহার সামগ্রী এবং প্রণোদনা প্রদান করে থাকে।


- মা.ফা.

 

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video