চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৫৮ হাজার মানুষ।

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডে বন্ধ রয়েছে বিমান চলাচল

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৩, ০১:৫০ অপরাহ্ন
নিউজিল্যান্ডে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে।

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে বিদ্যুতবিহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ এতে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। ১৩ ফেব্রুয়ারি সোমবার এএফপির এক সংবাদ মাধ্যমে এ তথ্য জানা যায়।

 

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি গণমাধ্যম-কর্মীদের জানান, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে অনেক খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

 

ম্যাকঅ্যানালটি আরো জানান, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অন্যদিকে ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রায় ৫৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

 

এদিকে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে। আবহাওয়া তীব্র হতে থাকলে নেটওয়ার্কের কাজ করা আসলেই অনিরাপদ।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video