গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডে বন্ধ রয়েছে বিমান চলাচল

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৩, ০১:৫০ অপরাহ্ন

গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে বিদ্যুতবিহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ এতে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। ১৩ ফেব্রুয়ারি সোমবার এএফপি’র এক সংবাদ মাধ্যমে এ তথ্য জানা যায়।

 

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি গণমাধ্যম-কর্মীদের জানান, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে অনেক খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

 

ম্যাকঅ্যানালটি আরো জানান, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অন্যদিকে ঝড়ের আঘাতে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রায় ৫৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

 

এদিকে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে। আবহাওয়া তীব্র হতে থাকলে নেটওয়ার্কের কাজ করা আসলেই অনিরাপদ।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework