চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার শহর জর্জে নির্মানাধীন বহুতল ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৪ জন এবং ৫০ জনেরও বেশি আটকা পড়েছে।

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবন ধসে নিহত ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ০৮, ০১:২২ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার শহর জর্জে নির্মানাধীন বহুতল ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৪ জন এবং ৫০ জনেরও বেশি আটকা পড়েছে। ৭ মে মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানিয়েছেন, ধ্বংসস্তুপের নীচ থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরো ৫১ জন নিখোঁজ রয়েছে।

এই সূত্রে আরো জানা যায়, সোমবার বিকেলে ভবন ধসে পড়ার সময় ৭৫ জন শ্রমিক ভবনটিতে কাজ করছিল।

উদ্ধারকারী তিনটি টিম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ পাঁচতলা ভবনটি কেন ধসে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।


- তথ্য সূত্র বাসস

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video