চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক

বন্দর শহর এডেনে জাহাজে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২২, ০৪:০০ অপরাহ্ন

ইয়েমেন বন্দর শহর এডেনের পূর্বে একটি জাহাজের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ২১ জুন শুক্রবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও একথা জানান। ইউকেএমটিও সংস্থাটি বলেন, জাহাজটি তাদের যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং সব ক্রু নিরাপদ আছে।

 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।

 

বিদ্রোহীদের হামলার জবাবে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর প্রতিশোধমূলক হামলা এবং এডেন উপসাগর ও লোহিত সাগরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ শিপিং লেন রক্ষার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের প্ররোচনা দিয়েছে।

 

মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার জানান, তারা ইয়েমেনের কাছে লোহিত সাগরে চারটি হুথি নটিক্যাল ড্রোন এবং দুটি বিমান ধ্বংস করেছে। ওয়াশিংটন এই মাসের শুরুতে আটক মানবিক কর্মীদের মুক্তি দেয়ার জন্য হুথিদের প্রতি আহ্বান জানিয়েছে।


- মা.ফা 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video