চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সংস্কৃতি

মো. গোলাম ফারুক মোর্শেদকে সভাপতি, সুদর্শন দাশকে সাধারণ সম্পাদক করে সোপান খেলাঘর আসরের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি সদস্যদের শপথবাক্য পাঠ করান খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক শৈবাল আদিত্য।

খেলাঘর শিশুদের মেধা মনন বিকশিত করার অনন্য পাঠশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ১৯, ০২:০৭ অপরাহ্ন
বোয়ালখালীতে সোপান খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করছেন অতিথিরা।

মেধা ও মননের বিকাশের জন্য প্রয়োজন সংষ্কৃতি। সংষ্কৃতি হলো মানুষের জীবনাচার। খেলাঘর শিশুদের মেধা মনন বিকশিত করার অনন্য পাঠশালা। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের বোয়ালখালী উপজেলার আহলাস্থ শাখা সোপান খেলাঘর আসরের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে শিশু সাহিত্যিক ও সাংবাদিক ইসমাইল জসিম এ কথা বলেন।

 

১৮ নভেম্বর শুক্রবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য এবং বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও খেলাঘর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক ইসমাইল জসিম এবং খেলাঘর পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যন মাওলনা মুজিবুর রহমান ফারুকী।

 

খেলাঘর আসরের সভাপতি মো. জসিম উদ্দিননের সভাপতিত্বে ও খেলাঘর সংগঠক সাজ্জাদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষক আমির হোসেন, দিশারী খেলাঘরের সাধারণ সম্পাদক প্রবীর শীল। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সুদর্শন দাশ।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video