চট্টগ্রামে নাচ-গান-আবৃত্তি ও কথামালায় বর্ষাকে বরণ করে
নিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’। বর্ষা যেমন গ্রীষ্মের
প্রচন্ড তাপদাহ দূর করে প্রকৃতিকে করে তোলে স্নিগ্ধ-শীতল, তেমনি ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানের মাধ্যমে
শিশু-কিশোরদের মন থেকে সংকীর্ণতা দূর করে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলবে
সম্প্রীতির বাংলাদেশ- এমনটাই আশা করেন আয়োজকরা।
১৫ জুন শনিবার খেলাঘর চট্টগ্রাম মহানগর আয়োজিত নগরীর এনায়েত বাজার
মহিলা কলেজ মিলনায়তনে ‘বর্ষাবরণ’ অনুষ্ঠানে
শিশু-কিশোরদের নাচ-গান-আবৃত্তি পরিবেশনায় উৎসব মুখর হয়ে ওঠে আয়োজনটি।
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলালের
সভাপতিত্বে অনুষ্ঠানে বর্ষা বন্দনা করে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক
অধ্যাপক মুজিব রাহমান এবং কথামালায় অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য
প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির, কেন্দ্রীয় সদস্য
প্রদীপ ভট্টাচার্য, অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়,
মহানগর কমিটির উপদেষ্টা কাউন্সিলর পুলক খাস্তগীর, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু।
মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা ও
জয়ন্ত রাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতি
চর্চা ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে খেলাঘর শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক,
বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে। খেলাঘর দেশ ও
দেশের মানুষকে, দেশের ঐতিহ্যকে ভালবাসতে শেখায়। খেলাঘরের একটি অন্যতম কর্মসূচি হলো
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সাথে শিশু-কিশোরদের পরিচয় করানো। এরই ধারাবাহিকতায়
খেলাঘর-এর আয়োজনে এই ‘বর্ষাবরণ’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় ছিলেন শুচিস্মিতা চৌধুরী, দেবমিতা নন্দী প্রজ্ঞা। নৃত্য পরিচালনায় ছিলেন তরুণ চক্রবর্তী।
- মা.ফা.
মন্তব্য করুন