চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংস্কৃতি

সংস্কৃতি-বান্ধব সাদাসিধে এই মানুষটিকে সম্মাননা জানিয়ে প্রশংসায় ভাসছে ‘নাট্যাধার’।

‘নাট্যাধার সম্মাননা’ পেল চট্টগ্রাম শিল্পকলার ‘সফি ভাই’

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ০২, ০৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামে গ্রুপ থিয়েটার নাট্যাধার-এর ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে প্রীতি সমাবেশ ও আলোচনা সভায় নাট্যাধার সম্মাননা প্রদান করা হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির দীর্ঘ পথ চলায় সকলের প্রিয় কর্মী মো. সফিকুর রহমানকে। সংস্কৃতি-বান্ধব সাদাসিধে এই মানুষটিকে সম্মাননা জানিয়ে প্রশংসায় ভাসছে নাট্যাধার

 

চট্টগ্রামের নাট্যাঙ্গনে বিশেষ করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত পরিচিত মুখ মো. সফিকুর রহমান- সফি ভাই। জন্ম ১৯৬৩ সালের ৫ মে, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার অন্তর্গত নারায়ণ বাতুয়া গ্রামে। পিতা নাজির মিয়া ছিলেন পেশায় একজন কৃষক। মা আম্বিয়া খাতুন। ‍দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। ৭১এ মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তার পড়াশোনায় ছেদ পড়ে। এরপর আর পড়ালেখা করা হয়নি। বাবার সঙ্গেই কৃষিকাজ করতেন। ১৯৭৪ সালে প্রথমবারের চট্টগ্রাম এসে রহমতগঞ্জে একজন কন্ট্রাক্টরের সহকারী হিসাবে কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৭৮ সালের জুলাই মাসে তৎকালীন শিল্প সাহিত্য পরিষদে তার প্রাতিষ্ঠানিক কর্মজীবন শুরু হয়। ১৯৮১ সালে যা জেলা শিল্পকলা একাডেমি নাম পরিগ্রহ করে। তখন থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম কর্মী হিসেবে তার কর্মজীবন শুরু, যা এখন অবধি বর্তমান।

 

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারি হলে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ১৯তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সূচনা করে নাট্যাধার। দল সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট-এর সভাপতিত্বে এবং জামাল হোসাইন মনজুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে প্রয়াত নাট্যাধার সদস্য, চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াতজন ও নাট্যাধার সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় প্রয়াত নাট্যাধার সদস্য মাকসুদুল হক, ফারহানা পারভিন প্রীতি, আহাম্মদ কবীর ও এনায়েত দাউদীর স্মৃতিচারণ করেন মোস্তফা কামাল যাত্রা। নাট্যাধার-এর বিগত ১৯ বৎসরের পথচলা ও দলের বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন কাসিফ মাহমুদ। এরপর দলের জ্যেষ্ঠ সদস্যদের অংশগ্রহণে সংবর্ধিতজন মো. সফিকুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। 


 

আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পকলা একাডেমি নাট্য প্রশিক্ষক জোবায়েদুর রশীদ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক শাহ আলম, নাট্য প্রশিক্ষক রেজা আজিজ, নাট্যাধার সদস্য দেবাশীষ রুদ্র, জসিম উদ্দিন আহমেদ, আফরিন পুষ্প। এসময় উপস্থিত ছিলেন নাট্যকার রবিউল আলম, মাফতুহা মুনমুন, বাহাউদ্দীন মিরন, মো. নাদিরা সুলতানা হেলেন, হারুন অর রশীদ, নজরুল ইসলাম তুহিন, আশিক আরেফিন, মনজুর আলম, শ্রী রুবেল চৌধুরী, জয়া দাশ, সায়েম উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ রাসেল, মুক্তা বিশ্বাস, মাইশা ফাইরোজ, জনি নন্দী, মৈত্রী চৌধুরী, মনিকা নেহা, সাদমান চৌধুরী, সুযশ চৌধুরী সহ আরো অনেকে।

 

পরে নাট্যাধার সদস্যদের অংশগ্রহণে কর্ণফুলী নদীকে নিয়ে আহমদ কবীর রচিত নাটক ফুলজান-এর নাট্যাংশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে হারমেনিয়াম ও তবলায় ছিলেন অচিন্ত্য কুমার দাশ ও কানু রাম দে। 


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video