খেলাঘর শিশুদের মেধা মনন বিকশিত করার অনন্য পাঠশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ নভেম্বর ১৯, ০২:০৭ অপরাহ্ন

মেধা ও মননের বিকাশের জন্য প্রয়োজন সংষ্কৃতি। সংষ্কৃতি হলো মানুষের জীবনাচার। খেলাঘর শিশুদের মেধা মনন বিকশিত করার অনন্য পাঠশালা। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের বোয়ালখালী উপজেলার আহলাস্থ শাখা সোপান খেলাঘর আসরের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে শিশু সাহিত্যিক ও সাংবাদিক ইসমাইল জসিম এ কথা বলেন।

 

১৮ নভেম্বর শুক্রবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা চাইল্ড কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য এবং বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও খেলাঘর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক ইসমাইল জসিম এবং খেলাঘর পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যন মাওলনা মুজিবুর রহমান ফারুকী।

 

খেলাঘর আসরের সভাপতি মো. জসিম উদ্দিননের সভাপতিত্বে ও খেলাঘর সংগঠক সাজ্জাদ হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষক আমির হোসেন, দিশারী খেলাঘরের সাধারণ সম্পাদক প্রবীর শীল। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সুদর্শন দাশ।


- ই.হো


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework