বিশ্ব স্বাস্থ্য
সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯ এ্যাক্রিডিটেশন প্রাপ্ত চট্টগ্রামের ১ম
ও একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি করেছে ‘বিএসআরএম’ গ্রুপ-এর স্বনামধন্য
ইংরেজি মাধ্যম স্কুল ফ্রোবেল একাডেমি ও ফ্রোবেল প্লে স্কুল। এর মাধ্যমে ‘এপিক হেলথ কেয়ার’-এর সকল শাখায়
বিশেষ কর্পোরেট সুবিধা ভোগ করবে স্কুলের সকল ডিরেক্টর, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের
পরিবার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিএসআরএম’-এর ডিরেক্টর ও ফ্রোবেল একাডেমির প্রিন্সিপ্যাল হুরা জোহাইর, ‘বিএসআরএম’-এর ডিরেক্টর মিসেস সাবিন আমীর, হেড অব স্কুল নুসরাত খান ও হেড অফ এডমিন আমজাদ হোসেন ও ফ্রোবেল প্লে স্কুলের হেড-অব-এডমিন মইনুল ইসলাম টুটুল ও ‘এপিক হেলথ কেয়ার’-এর সেলস এন্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, কর্পোরেট ও ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জহির রায়হান ও এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।
- মা.ফা.
মন্তব্য করুন