চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

তিন মাস পর আজ খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ অক্টোবর ০৭, ১১:২৬ পূর্বাহ্ন

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ৬ অক্টোবর রবিবার চিরচেনা রূপ ফিরে পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যবসায় অনুষদ থেকে কলা অনুষদ পাশাপাশি সমাজবিজ্ঞান অনুষদ, সাটল, চবি স্টেশন, ঝুপড়ি, শহিদ মিনার, বোটানিক্যাল গার্ডেন সর্বত্রই ছিল শিক্ষার্থীদের কোলাহলমুখর উপস্থিতি। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা খুব সকালে ক্যাম্পাসে এসেই ছুটে গিয়েছে ক্লাসরুম, লাইব্রেরি, সেমিনার এবং ঝুপড়িগুলোতে।

 

বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ সেশনের নতুন শিক্ষার্থীদের আগমন দিনটিকে আরো স্মরণীয় করে তুলেছে। বিগত ৩০ জুন ২০২৩-২০২৪ সেশনের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের ফলে তা পিছিয়ে যায়।

 

চবি শহীদ মিনারে সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হয়ে নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করার মাধ্যমে শুরু হয় চবির শিক্ষাকার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে লাল ব্যাজ পরে কার্যক্রম শুরু করা হয়।

 

আন্দোলন পরবর্তী সময়ে উপাচার্যের পদসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক পদে শূন্যতা থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। গত মাসের শেষের দিকে ভিসি নিয়োগ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রস্তুতি নিতে কিছুটা সময় লেগেছে। ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও নতুন প্রত্যাশার আবির্ভাব দেখা যাচ্ছে। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তবে সেশনজটের আশংকা দেখছেন অনেক শিক্ষার্থী।


- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video