চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে

কবি নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ Jun ১২, ০৫:২১ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ উপলক্ষ্যে বিশেষ সেমিনার ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

 

১১ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী।

 

প্রধান অতিথি উপাচার্য বলেন, বহুমাত্রিক প্রতিভাধর আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গল্প, সাহিত্য, নাটক, সংগীত, প্রবন্ধ জয় করেছে বাঙ্গালীর হৃদয়। দারিদ্র্য, সামাজিক বৈষম্য, শোষণ-বঞ্চনা, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে  ছিলেন সর্বদা সোচ্চার। অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও সুন্দরের পক্ষে কবি নিরন্তর সংগ্রাম করে গেছেন তার লেখনীর মাধ্যমে।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক, অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও নাজরাতুল নাঈম তিভা।

 

সেমিনার শেষে সংগীত পরিবেশন করেন ছায়ানট (কলকাতা)-এর সভাপতি ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সোমঋতা মল্লিক।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video