চট্টগ্রামের মেরিটাইম ইনস্টিটিউটের ২৩ তম ব্যাচ ও মাদারীপুর শাখা ১২ তম ব্যাচ এর প্রশিক্ষণার্থী নাবিকদের মুজিবর্ষ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২ এপ্রিল) সকালে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি তার বক্তব্যে প্রশিক্ষণ সমাপনকারী নাবিকদের অভিনন্দন জানিয়ে বলেন, উপমহাদেশের প্রাচীনতম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটকে মেরিটাইম কর্মকান্ডের কেন্দ্র হিসেবে পরিণত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এখানে সিমুলেটর বিল্ডিং নির্মাণ করা হয়েছে।
যার মধ্যে ব্রীজ সিমুলেটর, ইঞ্জিন সিমুলেটর এবং হাই ভোল্টেজ সিমুলেটর স্থাপন করা হয়েছে। এসব সিমুলেটরের মাধ্যমে অফিসার ও রেটিংসদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করে এ সেক্টরে দক্ষ জনবল সৃষ্টি করা সম্ভব হবে একই সাথে মাদারীপুর শাখার নতুন অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে।
জুন মাসে প্রকল্প বুঝে নেওয়া হবে। ফলে সেখানে প্রতি ব্যাচে ৩ শত জন করে দুই ব্যাচে বছরে ৬ শত জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে কুড়িগ্রামের চিলমারিতে নতুন আরেকটি শাখা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আগামী ২০২৪ সালের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন,যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আক্রান্ত শিপিং কর্পোরেশন জাহাজের নাবিকরা মনোবল হারায়নি। তারা দৃঢ় মনোবল বজায় রেখে সরকারের সহযোগিতায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হয়েছে। পাশাপাশি সরকার দক্ষ কূটনৈতিক তৎপরতায় আক্রান্ত নাবিক ও মারা যাওয়া একজন নাবিকের লাশ অল্প সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
এ কাজটি সরকারের জন্য সহজ ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে এটা করা সম্ভব হয়েছে। তাই আক্রান্ত নাবিকদের দৃঢ় মনোবল ও সরকারের কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয়েছে। এতে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, দেশী-বিদেশী জাহাজ মালিক, শিপিং এজেন্ট ও তাদের প্রতিনিধিসহ নৌপরিবহন সেক্টর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এবারের ব্যাচে বিএসসি’র সৌজন্যে শ্রেষ্ঠ অলরাউন্ড গোল্ডমেডেল লাভ করেন নাবিক তাসওয়ার জাহান। বেস্ট এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ সিলভার মেডেল লাভ করেন নাবিক আতিফ আকবর নিশাত। এসময় নাবিকদের হাতে নৌপরিবহন প্রতিমন্ত্রী পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন