শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে চট্টগ্রামে করোনায় বিপর্যস্ত পিছিয়ে পড়া ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘সবার জন্য শিক্ষা প্রকল্প-২০২২’-এর পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর সভাপতিত্বে গত শনিবার (২ এপ্রিল) নগরীর চান্দগাঁওস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসেন আহমেদ আরিফ ইলাহী। এতে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর এবং ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উর আলম। এসময় বক্তারা বলেন, নিজের শ্রেষ্ঠত্বের নেশায় বুঁদ হয়ে থাকা নয় বরং জগতের সেবক হয়ে মানুষের কল্যাণ করাই হলো কোরআন-সুন্নাহর নির্দেশ। পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকতে পারে, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায় এবং সামনের দিকে অগ্রসর হতে পারে সেজন্যেই আমাদের এই উদ্যোগ। সবার জন্য শিক্ষা প্রকল্পের এ সহায়তা করোনাকালীন সময়ে বিপর্যস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর দেশব্যাপী শাখা কমিটিসমূহের সুপারিশে প্রেরিত দেশের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে ২৬টি প্রতিষ্ঠানকে নগদ অর্থের চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো: মিরসরাই বামন সুন্দর আইডিয়াল স্কুল, মিরসরাই চরশরত মডেল হাই স্কুল, ফটিকছড়ি দক্ষিণ হারুয়ালছড়ির শাহ্ আমিনিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, সাতকানিয়া নতুন খাগরিয়ার সিদ্দিকীয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ও খলীফাতুর রাসুল (দ.) আবু বকর সিদ্দিক (রাদি.) জামে মসজিদ এবং ফারুক আজম (রাদি.) ফোরকানিয়া সুন্নিয়া মাদরাসা, রাংগুনিয়া রাজানগরের হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী আতর আলী মাদ্রাসা, ফটিকছড়ি উত্তর কাঞ্চনপুর ধুইল্যাছড়ির দারুচ্ছুন্নাহ্ মঈনুল উলুম ইবতেদায়ী মাদ্রাসা, ফটিকছড়ি হাইদচকিয়া দরবার শরিফের শাহ্ দৌলতিয়া কমপ্লেক্স, শাহ্ দৌলতিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদরাসা, হোসাইনিয়া দৌলতিয়া হেফজখানা ও এতিমখানা, ফতেয়াবাদ পূর্ব ছড়ারকুল মতি ভাণ্ডার শাহী মঞ্জিলের সাহিত্যিক মৌলভী জিয়া উদ্দীন ঐতিহাসিক (দরগাহ্) হেফজখানা ও এতিমখানা, সাতকানিয়া দক্ষিণ ঢেমশার (হাঙ্গরকুল) কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হেফজখানা ও এতিমখানা, ফটিকছড়ি দক্ষিণ আবদুল্লাহপুর গাউসিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা, ফটিকছড়ি খিরামের আল্লামা নুরুদ্দীন হোছাইন (রহ.) ইসলামিক কিন্ডার গার্টেন, ফটিকছড়ি নারায়নহাটের আল-হাসানাইন মডেল মাদরাসা, নারায়নহাট, লোহাগাড়ার চরম্বা শাহ ছোবহানিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা, দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া জিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজখানা ও এতিমখানা, চন্দনাইশ ধোপাছড়ি তৈয়্যবিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, দোহাজারী চাগাচর মিনহাজুল কুরআন ইশ্কে মুস্তফা (স.) কমপ্লেক্স মহিলা মাদ্রাসা, দোহাজারী ঈদপুকুরিয়ার শাহ্ জোহাদীয়া সুন্নিয়া মাদরাসা, পটিয়া চরকানাই নলান্ধা আলী নেওয়াজ দরবার শরিফের হযরত শাহ্ আফজাল আউলিয়া খাজা গরীবীয়া হেফজখানা ও এতিমখানা, কর্ণফুলি উত্তর শিকলবাহা ওমর মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, ওমরা মিয়া আজিজুর রহমান এরসাদ মিয়া এতিমখানা ও হেফজখানা, বান্দরবান পৌরসভা কবিরাজপাড়ার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানা, পশ্চিম বাকলিয়া সৈয়দ শাহ্ রোডস্থ দারুস্ সুন্নাহ্ আদর্শ ইসলামিক কিন্ডার গার্টেন, ফটিকছড়ি কবির মোহাম্মদ চৌধুরী বাড়িস্থ খাজা মঈনুদ্দীন চিশ্তীয়া ও রহমানিয়া (রাঃ) ফোরকানিয়া মাদরাসা, রাউজান উরকিরচরের আল কবির তা’লীমুল কুরআন সুন্নিয়া মাদরাসা, রাউজান উরকিচরের মইশ করম সওদাগর পাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয়, বায়েজিদ বার্মা কলোনীর আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া আলতাফিয়া মাদরাসা ও ইদ্রিস সেলিনা এতিমখানা ও হেফজখানা।
তথ্য ও ছবি জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট
- মা.ফা/জা.হো.ম
মন্তব্য করুন