চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সংস্কৃতি

‘দুঃখের মুঠো’: গগন সাকিবের গানের নতুন ভিডিও


প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ০৩, ১১:০০ পূর্বাহ্ন

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী গগন সাকিবের নতুন মিউজিক ভিডিও দুঃখের মুঠো। খন্দকার নাঈমের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজ হৃদয়। অন্তর হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত মিউজিক ভিডিওটিতে গগন সাকিবের সঙ্গে মডেল হয়েছেন ডল।

                     

এর আগে একই চ্যানেল থেকে গগন সাকিবের দুঃখের কারাগার গানটি দারুন সাড়া জাগিয়েছিল। নতুন গান নিয়ে গগন সাকিব বলেন, লায়নিকের জন্য একাধিক গান তৈরি আছে। দুঃখের মুঠো গানটিতে শ্রোতা-দর্শকরা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। ভিডিওটিও চমৎকার হয়েছে। এই ব্যানার থেকে আমার আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

 

এদিকে সম্প্রতি গগন সাকিবের একটি গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি গগনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে।-- প্রেস বিজ্ঞপ্তি 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video