চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সংস্কৃতি

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা মনোমুগ্ধকর দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৬, ১২:৫৫ অপরাহ্ন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বিভাগীয় পর্যায়ে শিশু সংগীত ও নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য।

আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তাদেরকে নীতি-নৈতিকতা শিখাতে হবে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  

 

১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত বিভাগীয় পর্যায়ে শিশু সংগীত ও নৃত্যদলের প্রযোজনা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আবু রায়হান দোলন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ সদস্য আহমেদ ইকবাল হায়দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, সংগীত শিল্পী ইয়াছমিন আলী ও জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারার অফিসার মোসলেম উদ্দিন সিকদার।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা মনোমুগ্ধকর দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিচারক, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video