এ লোক উৎসব বাঙালির
কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। আমাদের আবহমান সংস্কৃতি প্রজন্মের
সন্তানদের কাছে তুলে ধরার জন্য এ ধরণের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। লেখাপড়ার
পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে
উঠতে সহায়ক ভূমিকা পালন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজিত ‘লোক
উৎসব’ অনুষ্ঠানে একথা বলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য
(একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
বাংলাদেশ উদীচী
শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সংসদ সভাপতি ইউসুফ মুহাম্মদের সভাপতিত্বে
২৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘বাংলার
ধনুকের ছিলায় ছিলায় যতো টান, তীরের ফলায় তবু বিষ নয়, লালনের গান’-
এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘লোক উৎসব’ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পার্থ
প্রতিম মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ উদীচী
শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীর সরদার। এতে আরো বক্তব্য রাখেন
সংগঠনের উপদেষ্টা চবি সহকারী প্রক্টর ড. রামেন্দু পারিয়াল, সহ-সভাপতি চবি সংগীত
বিভাগের সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ, চবি আইইআর এর সহকারী অধ্যাপক মার্জিয়া খাতুন
স্মিতা।
লোক উৎসবে দেশের বিভিন্ন জনপদের আঞ্চলিক গান, নৃত্য, লোকনাট্য ও পিঠাপুলির আয়োজন করা হয়।
- মা.ফা.
মন্তব্য করুন