চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সংস্কৃতি

'খোলা আকাশ হবে শিল্পী-সাহিত্যিকদের অবাধ বিচরণক্ষেত্র'

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ০৩, ১০:২৭ পূর্বাহ্ন
ফাগুন টেলিভিশান কার্যালয়ে খোলা আকাশের পাঠচক্রে অংশগ্রহণকারী কবি-সাহিত্যিক-শিল্পীবৃন্দ।

শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক মুক্তমঞ্চ খোলা আকাশ ব্যক্তিস্বাধীনতা ও বাকস্বাধীনতার পক্ষে চিরকাল কথা বলে যাবে। অংশগ্রহণকারীদের অবাধ মতপ্রকাশের ও সৃজনশীলতার বহিঃপ্রকাশকে এ মঞ্চ সবসময় স্বাগত জানাবে। খোলা আকাশ হবে শিল্পী-সাহিত্যিকদের অবাধ বিচরণক্ষেত্র।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর নূর আহমদ সড়কের এপিক ইত্তেহাদ পয়েন্ট ভবনে ফাগুন টেলিভিশন কার্যালয়ে খোলা আকাশের মাসিক পাঠচক্রে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খোলা আকাশের আহ্বায়ক কবি জ্যোতির্ময় নন্দী, ফাগুন টেলিভিশনের প্রধান নির্বাহী, নাট্যাভিনেতা জামাল হোসাইন মঞ্জু, প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটির স্বত্বাধিকারী কবি মনিরুল মনির, কবি মানিক বৈরাগী, কবি ও সঙ্গীতশিল্পী খসরু চৌধুরী, কবি মিনু মিত্র, কবি বিভা ইন্দু, কথাশিল্পী বিচিত্রা সেন, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মুজিবুল হক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত হোড়, সজল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে খোলা আকাশ ও ফাগুন টেলিভিশন পরস্পরের সার্বিক সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করা হয় এবং খোলা আকাশের আগামী মাসিক পাঠচক্রগুলো মূলত ফাগুন টিভি কার্যালয়ে আয়োজিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠপর্বে প্রখ্যাত ভারতীয় গবেষক ড. কলিম খানের পরমাভাষার সংকেত গ্রন্থটির অংশবিশেষ পাঠ করে শোনান জ্যোতির্ময় নন্দী। উপস্থিত অন্যান্যেরা এবিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তরে অংশগ্রহণ করেন। পরে স্বরচিত ছোটগল্প পাঠ করেন বিচিত্রা সেন। নিজের লেখা কবিতা পাঠ করেন মানিক বৈরাগী, বিভা ইন্দু, মিনু মিত্র, মনিরুল মনির ও খসরু চৌধুরী। পঠিত গল্প ও কবিতার উপর প্রাণবন্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সবাই।

পাঠচক্রশেষে একটি কেক কেটে সংগঠন সদস্য কবি মনিরুল মনিরকে শুভকামনা জানানো হয়, কারণ দিনটি ছিল তাঁর শুভ জন্মদিন। পুরো অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন কবি মিনু মিত্র।  


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video