চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ নভেম্বর ১৯, ০১:২২ অপরাহ্ন
৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে উদযাপিত হয়েছে ৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস।

 

১৮ নভেম্বর শনিবার সকালে এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে সুসজ্জিত ব্যান্ডদলের সুরের মুর্চ্ছনায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে চবি বঙ্গবন্ধু চত্বরে বিশ্ববিদ্যালয় পরিবার এবং অতিথিবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

 

এরপর চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ-এর সভাপতিত্বে চবি সমাজ বিজ্ঞান অনুষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মো. আবদুল করিম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইর সভাপতি ও চবি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস। এতে স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

 

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী ও তার দল। আলোচনা অনুষ্ঠানের পর চবি সংগীত বিভাগ ও ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে চবি ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও মুন চাকমা। বিগত একবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের যে সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং সংবর্ধিত অতিথি ও প্রবন্ধ উপস্থাপককে ক্রেস্ট প্রদান করা হয়। 

         

অনুষ্ঠানমালায় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ ও ওয়ার্ডেন এবং হাউজ টিউটরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, চবি এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video