চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শিক্ষা

১৯ জুন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে বিপুল সংখ্যক কর্মকর্তার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির মানববন্ধন পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ Jun ১৯, ০৫:৩৬ অপরাহ্ন
আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি


আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। সমিতির সভাপতি জনাব রশীদুল হায়দার জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানীর সঞ্চালনায় ১৯ জুন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে বিপুল সংখ্যক কর্মকর্তার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি জনাব মো. আমিরুল ইসলাম, মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান-এর ভার্চুয়াল বক্তব্য ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) জনাব এস.এম আকবর হোসেন, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) জনাব হাসান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী রেজিস্ট্রার জনাব মশিবুর রহমান, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার জনাব মো. দেলোয়ার হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সদস্য জনাব আবুল মনসুর সিকদার।

 

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শর্ত পূরণের পরদিন হতে সকল কর্মকর্তা পদে চাকুরীজীবনে ০৪(চার) বার পদোন্নয়ন; গ্রেড সমতাকরণ; কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ, সকল দপ্তর প্রধানসহ নন টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ; কর্মকর্তা স্বার্থ সংশ্লিষ্ট কমিটিতে কর্মকর্তা সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; শিক্ষাছুটি ও লিয়েনের বিষয় স্পষ্ট করণ; জ্যেষ্ঠতার ভিত্তিতে মোট ২য় গ্রেডধারী কর্মকর্তার ২৫% কর্মকর্তাকে ১ম গ্রেড প্রদান; কর্মরত কর্মকর্তাগণ বর্তমানে যে পদে কর্মরত আছেন ঐ পদের পরবর্তী পদে নিয়োগ এবং পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ; দপ্তর প্রধানদের প্রাধিকার অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা; সংশ্লিষ্ঠ বিষয়াবলী নিয়ে উদ্ভূত জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের সাথে যৌথ আলোচনা সভা আয়োজনসহ মানববন্ধনে ১২ দফা দাবি জানানো হয়।

 

দাবিসমূহ অভিন্ন নীতিমালায় অন্তর্ভুক্ত করে বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম আরও বেগবান হবে বলে বক্তারা আশাবাদ প্রকাশ করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তাগণের দীর্ঘদিনের পেশাগত সমস্যাসমূহ সমাধান না হলে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন যে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করবে সে কর্মসূচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নেতৃত্বে পালন করা হবে মর্মে সিদ্বান্ত গৃহীত হয়।

- সংবাদ বিজ্ঞপ্তি 

- জা হো ম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video