চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

৭৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে পালিত হচ্ছে দুই দিনব্যাপী মিলন উৎসব। এ উপলক্ষে প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা বসেছে তাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে।

হালিশহর বেগমজান স্কুলের ৭৫ বছর পূর্তি উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ মার্চ ১৮, ১২:২৮ অপরাহ্ন
হালিশহর বেগমজান স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার একাংশ।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে পালিত হচ্ছে দুই দিনব্যাপী মিলন উৎসব। এ উপলক্ষে প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা বসেছে তাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে।

 

১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও প্লাটিনাম জুবিলী উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নাসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য শাহাজাদা আলম, মো. আবু মোরশেদ প্রমূখ।

শোভাযাত্রাটি স্কুল মাঠ থেকে শুরু করে ঈশান মিস্ত্রীর হাট দিয়ে ইপিজেড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়।

 

দুপুরের বিরতির পর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।



 

৭৫ বছর পূর্তিতে আগত প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এসময় প্রধান অতিথি বলেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হলে সুশিক্ষিত সুনাগরিক গড়ে তুলতে হবে। তথ্য ও প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের। নীতিহীন ও আদর্শহীন জীবনের কোনো মূল্য নেই।

 

এরপর অনুষ্ঠানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। রাতে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালে ৭৫ বছর পূর্ণ হয় বিদ্যালয়টির। এ উপলক্ষে ৭৫ বর্ষপূর্তি উৎসবের প্রস্তুতি হিসেবে প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটি গঠন করা হয়।


- মা.সো.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video