চট্টগ্রাম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শিক্ষা

দেশব্যাপী ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৩০জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

সারাদেশ থেকে ৪৩০ শিক্ষার্থীর অংশগ্রহণে ইডিইউ বিজনেস ক্লাবের আইডিয়া গ্রোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ২২, ০৭:১০ অপরাহ্ন
ইডিইউ বিজনেস ক্লাবের আয়োজনে সারা দেশ থেকে ২৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আইডিয়া গ্রোভ ১.০।

অত্যন্ত সফলতার সাথে শেষ হলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত ইভেন্ট এ.ইউ.আর. এগ্রো প্রেজেন্টস আইডিয়া গ্রোভ ১.০ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। গত ২০ আগস্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামে এই প্রতিযোগিতার। গেট ইন্টু দ্য গ্রুভ শিরোনামে প্রতিযোগিতার শেষ রাউন্ডে অংশ নেয় দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছয়টি দল। সেরাদের সেরা হওয়ার লক্ষ্যে প্রতিটি দল দিনব্যাপী নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রমাণ করে কেনো তারা প্রতিযোগিতার শেষ পর্যায়ের জন্যে নির্বাচিত হয়েছে।

আইডিয়া গ্রোভ ১.০ একটি মার্কেটিং বিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের প্রতিযোগীরা নিজেদের দলের সাথে অংশ নিয়ে তাদের সৃজনশীল মেধা এবং উদ্ভাবনী ধারণাশক্তি দিয়ে ব্যবসায় এবং বিপনণ বিষয়ক সমস্যার সমাধান করে। এটি প্রতিযোগীদের সৃজনশীল মেধার বিকাশ এবং নতুন নতুন ব্যবসায় ধারণা সৃষ্টি করতে সহায়ক হবে যা ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করছেন।

গ্রুভ ইয়োর আইডিয়েশন স্লোগানে গত ২৬ জুলাই প্রতিযোগিতার পথচলা শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৩০জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মোট তিনটি রাউন্ডের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় অনলাইনে। প্রথম রাউন্ডে প্রতিযোগীদের মার্কেটিং বিষয়ক সমস্যার সমাধান করতে দেওয়া হয় যেটির সমাধান করার মাধ্যমে ৩৩টি দল নির্বাচিত হয়। সেমিফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে নির্বাচিত হয় ৬টি দল যাদের নিয়ে সর্বশেষ রাউন্ড তথা গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলীদের মধ্যে ছিলেন দেশের তিনজন সুপরিচিত ব্যক্তি, র‌্যাংকস এফসি গ্রুপের সিইও তানভীর শাহরিয়ার রিমন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এর এক্টিভিশন এক্সিকিউটিভ তাশরিফ ইসলাম এবং বিএসআরএম গ্রুপের হেড অব মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ফারাহ শাহরুখ রাজা। প্রতিযোগীরা তাদের সামনে নিজেদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বিশ্লেষণ করে যেখানে পরবর্তীতে বিচারকমণ্ডলীর কাছ থেকে প্রশ্নোত্তর পর্বে তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট রকিবুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মুহাম্মদ সিকান্দার খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইংলিশ একাডেমির সিইও এবং ডাইরেক্টর সৈয়দ রাকিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এর এসোসিয়েট ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রকিবুল কবির, প্রক্টর মো. আসাদুজ্জামান ও সহকারী অধ্যাপক অনন্যা নন্দী।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সর্বমোট পঞ্চান্ন হাজার টাকার প্রাইজমানি এবং ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দল আঝোর আহাই কে ত্রিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রথম রানার আপ টিম এল্ডার ওয়ান্ড এবং দ্বিতীয় রানার আপ নো প্রিএম্পশনকে যথাক্রমে পনেরো হাজার টাকা এবং দশ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

- অ.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video