লিডার্স স্কুল
এন্ড কলেজ চট্টগ্রামের ৪র্থ বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা
মো. রেজাউল করিম চৌধুরী।
৬ ফেব্রুয়ারি
মঙ্গলবার চট্টগ্রামের বালুছড়া জালালাবাদ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
লিডার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ
আলী চৌধুরী, পরিচালনা পরিষদের সাবেক সভাপতি কর্নেল মোহাম্মদ কাশেম, কাউন্সিলর মো. সাহেদ
ইকবাল বাবু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল কাশেম, বায়েজিদ জোনের এসি মো. বেলায়েত
হোসেন ও বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা।
প্রধান অতিথির
বক্তব্যে মেয়র রেজাউল করিম লিডার্স স্কুল এন্ড কলেজের এই বর্নিল অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা
করেন। মেয়র বলেন, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম বাংলাদেশে শিক্ষার মাধ্যমে মানব
সম্পদ উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
এসময় ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন, প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ সেকশন ও চ্যাম্পিয়ন ও রানারআপ হাউজকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। পুরস্কার প্রদান শেষে প্রতিষ্ঠানের ২য় বার্ষিকী ‘লিডার্স-২’ এর মোড়ক উন্মোচন করেন মেয়র। মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
- মা.ফা.
মন্তব্য করুন