চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৬শ ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজমানি, ক্রেষ্ট ও সনদপত্র সহযোগে সংবর্ধনা প্রদান করা হয়।

মিরসরাইয়ে মাধ্যমিকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ জানুয়ারী ১৪, ১২:২০ অপরাহ্ন
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মিরসরাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো এস রহমান স্ট্রাস্ট। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এস রহমান ট্রাস্টের আয়োজনে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস রহমান ট্রাস্টের সভাপতি সাবেদুর রহমান সমু। কলেজ অধ্যক্ষ সোহরাব হোসেন ও প্রভাষক আজমল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাইয়ের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আগামীর বাংলাদেশ হবে আরো অত্যাধুনিক। এর জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি জমিতে কোন প্রকার শিল্পকারখানা গড়ে তুলতে দেয়া হবে না। কেউ শিল্প-কারখানা গড়তে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে গড়তে হবে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। মেট্টো রেল ও কর্ণফুলী টানেল আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য উৎপাদন বাড়াতে অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনা হয়েছে।

 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এস রহমান ট্রাস্টের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান ও অধ্যক্ষ সোহরাব হোসেন।

 

পরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৬শ ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজমানি, ক্রেষ্ট ও সনদপত্র সহযোগে সংবর্ধনা প্রদান করা হয়। বিগত ২০১৬ সাল থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান চলমান রয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান কলেজ অধ্যক্ষ সোহরাব হোসেন।


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video