চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষা

এসএসসি ’৮৫ চট্টগ্রাম-এর ঈদ পূনর্মিলনী

দীর্ঘ ৩৭ বছর পর পরস্পরের হাত ধরলেন কৈশোরের বন্ধুরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মে ১২, ১০:৪৫ পূর্বাহ্ন
সমবেতভাবে কেক কেটে এসএসসি ’৮৫ চট্টগ্রাম-এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করছেন উপস্থিত বন্ধুরা

দীর্ঘ প্রায় চার দশক পর পরস্পরের হাত ধরলেন এসএসসি ’৮৫ চট্টগ্রাম-এর বন্ধুরা। সম্প্রতি নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত এক সাড়ম্বর অনুষ্ঠানে ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা প্রাণের টানে মিলিত হন এক ঈদ পূণর্মিলনী উৎসবে। উপস্থিত সকল বন্ধু সমবেতভাবে কেক কেটে এ অনুষ্ঠানের সূচনা করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ আয়োজনের আহ্বায়ক বন্ধু ক্যাপ্টেন মো. আনোয়ারুল আজিম। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মাত্র ১৪ জন বন্ধুকে নিয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম এত বিশাল আকার ধারণ করার পেছনে মীরসরাইয়ের কমর আলী স্কুলের '৮৫ ব্যাচের ছাত্র এম  জসিম উদ্দিনের উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করে্ন এবং এ অনুষ্ঠানে স্বত্বস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, "আজ থেকে সাঁইত্রিশ বছর আগে আমরা যারা স্কুলের সহপাঠী ছিলাম, আজ তারা বহুদিন পর একে অন্যের হাত ধরার সুযোগ পেলাম। কৈশোরের মধুর স্মৃতি নিয়ে আজ আবার বাড়ি ফিরবো আমরা।"

বৈশ্বিক মহামারীতে বন্ধুরা বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত ‘হেলথকেয়ার’-এর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করেন হেলথকেয়ারের উপদেষ্টা এন্সলেম এল. মার্টিন।

বন্ধুদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ সকলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল। এ কার্যক্রমকে অব্যহত রাখার জন্য সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও হেলথকেয়ার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বিআইটিআইডি'র ফোকাল পার্সন ও প্রফেসর ডা. মামুনুর রশিদ, প্রফেসর ডা. শিমুল কুমার ভৌমিক ও মো. আলমগীর।

হেলথকেয়ারের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হেলথকেয়ার প্রতিষ্ঠা ও পরিচালনায় সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, "অত্যন্ত কঠিন একটি সময়ে নানান সীমাবদ্ধতার মাঝে হেলথকেয়ারের কার্যক্রম বন্ধুদের নিঃস্বার্থ সহযোগিতা ছাড়া পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হত না।"

বিশেষ করে কোভিড-১৯-এর কঠিন সময়ে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করে অক্সিজেন সরবরাহসহ চিকিৎসা কার্যক্রমে নিঃস্বার্থভাবে সহযোগিতা করার জন্য সকল ডা. বন্ধুর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক বন্ধু মনিরুজ্জামান কমল নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে ক্লাব প্রাঙ্গণে আগামী ২৭ মে  গ্রীষ্মকালীন ফল উৎসব আয়োজনের ঘোষণা দেন এবং তাতে সকল বন্ধুকে উপস্থিত থাকার অনুরোধ জানান ।

এরপর এসএসসি’৮৫ চট্টগ্রাম-এর বন্ধুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান। এতে বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পী ও অনুষ্ঠানের সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন প্রবাল রক্ষিত, মোর্শেদা ইসলাম কলি, চৌধুরী কে.  এন. এম. রিয়াদ, পিয়ার উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার সমর মজুমদার, জাকিয়া তাসনিম লিপি, সুরঞ্জিতা বড়ুয়া সুপ্তি, মো. মোহসীন চৌধুরী, কাজী ফরহাদ আব্বাস, আশরাফ মাহমুদ, এনামুল কবির মিঠু, মিজান মোর্শেদ ও ঊর্মি বড়ুয়া।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অনুষ্ঠিত হয় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট বন্ধু নিশাত ইমরান ও বন্ধু নাজু নাজমার পরিচালনায় র‌্যাফেল ড্র।   

- সংবাদ বিজ্ঞপ্তি
- মা.ফা 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video