চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

নারী শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠানের মানোন্নয়নে এ কলেজে আরো বিভিন্ন জীবনমুখী বিষয় চালু করা হবে। কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণ সহ শিক্ষার্থীদের জন্য হোস্টেল গড়ে তোলা হবে।

ঢেলে সাজানো হবে চসিকের গাহর্স্থ্য অর্থনীতি কলেজ: মেয়র রেজাউল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ডিসেম্বর ১৩, ০১:২১ অপরাহ্ন
গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজে পুরস্কার বিতরণ করছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

নারী শিক্ষার প্রসারে গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজকে ঢেলে সাজানোর ঘোষণা গিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। কলেজটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন। 

 

১২ ডিসেম্বর মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নারী শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠানের মানোন্নয়নে এ কলেজে আরো বিভিন্ন জীবনমুখী বিষয় চালু করা হবে। কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণ সহ শিক্ষার্থীদের জন্য হোস্টেল গড়ে তোলা হবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আলম আখতার, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, কলেজের সাবেক সভাপতি জালাল আহম্মদ, কলেজের আজীবন দাতা সদস্য আজগর হাসান চৌধুরী।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video