চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে র‌্যালি, প্রাক্তন ছাত্রদের রি-ইউনিয়ন, দেশব্যাপী পরিচালিত আইডিয়া কন্টেস্ট, মেশিন লার্নিং কন্টেস্ট, সার্কিট সলভিং এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চুয়েটে তিনদিনব্যাপী ইটিই বিভাগের দশম বর্ষপূতি উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ অক্টোবর ২৯, ০২:৩৪ অপরাহ্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইটিই বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালি।

ইটিই বিভাগ তাদের অগ্রযাত্রার ১০ বছরে অনেক সফলতা দেখিয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একইসাথে ৪র্থ শিল্পবিপ্লবে আবশ্যিক অবকাঠামো হিসেবে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 5 জি নেটওয়ার্কসহ ভবিষ্যত কমিউনিকেশন শিল্পে প্রত্যাশিত ভূমিকার উপর ছাত্র-ছাত্রীদের ফোকাস প্রয়োজন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

 

২৭ অক্টোবর বৃহন্পতিবার তিনদিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ETE Deca Hertz শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাাপক ড. মোহাম্মদ মশিউল হক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিকল্পপনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রো-ভিসি ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইসিই অনুষদের ডিন ও কুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম। ইটিই বিভাগের শিক্ষার্থী মেহজাবীন সেঁজুতীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক পিয়াস চৌধুরী।

 

পরে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে ইটিই বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আনন্দ র‌্যালি বের করা হয়।

 

তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে র‌্যালি, প্রাক্তন ছাত্রদের রি-ইউনিয়ন, দেশব্যাপী পরিচালিত আইডিয়া কন্টেস্ট, মেশিন লার্নিং কন্টেস্ট, সার্কিট সলভিং এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video