চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

বিশ্বের নব নব চ্যালেঞ্জ মোবাবেলায় সক্ষমতা অর্জনে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে হলে আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে প্রাধান্য দিতে হবে।

চবি ইংরেজি বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ সেপ্টেম্বর ১৫, ০১:৩৯ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

জ্ঞান-গবেষণায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। বিশ্বের নব নব চ্যালেঞ্জ মোবাবেলায় সক্ষমতা অর্জনে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে হলে আন্তর্জাতিক ভাষা ইংরেজিকে প্রাধান্য দিতে হবে। তিনি আরও বলেন, ইংরেজি শুধু একটি ভাষা নয়; এটি উন্নয়ন ও যোগাযোগের অন্যতম মাধ্যম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।   

 

১৪ সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের হল রুমে আয়োজিত ‘Current Trends and Challenges in English Studies’ শীর্ষক এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রফেসর ড. জাহাঙ্গীর বিন সরওয়ার ও প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ড. মুহাম্মদ রোকন উদ্দীন ও সহকারী অধ্যাপক শান্তা রাণী বিশ্বাস। সেমিনার সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নিম্মী ও সুস্মিতা কর্মকার মিমি।

         

উপাচার্য তার বক্তব্যে উপস্থিত সকলকে স্বাগত জানান। সেমিনারের সার্বিক সাফল্য কামনা করে তিনি ইংরেজিতে দক্ষতা ও পারদর্শীতা অর্জনে অধিকতর মনোযোগী হয়ে এ ভাষা চর্চা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

- অ.হো

 

    

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video