চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চট্টগ্রামে শেষ হলো বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ জানুয়ারী ৩১, ০৩:৩০ অপরাহ্ন
বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

বিসিএসআইআর কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা একটি চমৎকার উদ্যোগ। এ ধরণের মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

 

২৮ জানুয়ারি শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় সভাপতিত্ব করেন বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ মোস্তফা।

 

মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম-এর পরিচালক ড. রফিকুল হায়দার। তিনি বলেন, বিজ্ঞানের বীজ বপন করতে হয় ছোটবেলা থেকে। বিজ্ঞান চর্চা করতে হলে স্বপ্ন দেখতে হয়। সভ্যতার যত অগ্রগতি তা বিজ্ঞানের আশীর্বাদ।

 

মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video