চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

১ লাখ ৪৯ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ২২৫ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৪৮৭ জন।

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ সেপ্টেম্বর ১৫, ১২:০২ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

সারাদেশের ন্যায় চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

শক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ১ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ১ লাখ ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী ১২৫টি কেন্দ্রে, কক্সবাজারের ২৩ হাজার ৪৩১ জন শিক্ষার্থী ২৯টি কেন্দ্রে, তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ৭ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী ২১টি কেন্দ্রে, খাগড়াছড়ির ৮ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ২৩টি কেন্দ্রে এবং বান্দরবানের ৪ হাজার ৪৩ জন শিক্ষার্থী ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

 

১ লাখ ৪৯ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ২২৫ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৪৮৭ জন।

 

এসএসসি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে এ বছর মাঠে কাজ করছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৭০টি ভিজিল্যান্স টিম ও ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম।

 

- মা.সো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video