চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ ডিসেম্বর ২৫, ১২:২৯ অপরাহ্ন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘শিক্ষাবর্ষ সমারম্ভ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সমাজের অবক্ষয় রোধে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

 

২৪ ডিসেম্বর রবিবার সকালে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমারম্ভ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। সমারম্ভ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আজকে সমাজে যে অবক্ষয়, যে অব্যবস্থা বিরাজ করছে- এগুলোকে ভাঙতে হলে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা যারা আছি তারা যদি সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য একটু ত্যাগ স্বীকার করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে। তারা সুন্দর ভবিষ্যৎ পাবে। 

 

চট্টগ্রাম সিটি মেয়র শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শুধু মুখস্থ বিদ্যা বা মুখস্থ পড়ালেখা শেখার জন্য নয়। মানবিক গুণাবলী অর্জন করার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীরা শিষ্টাচার শিখবে, বিনয়ী হতে শিখবে। 

 

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করে নিজেদেরকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য ও দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলবে। শিক্ষা ও গবেষণার সব ধরনের সুযোগ-সুবিধা সিভাসুতে রয়েছে।  

 

সমারম্ভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভাসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল। 

 

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভাসুর ৩টি অনুষদে মোট ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video