বন সুরক্ষায় যারা ভালো
কাজ করেন সেটা যেমন দেখা যায়, তেমনি যারা বনের ক্ষতি করে সেটাও দৃশ্যমান। পরিবেশ
সুরক্ষায় বৃক্ষ যেমন গুরুত্বপূর্ণ তেমনি পাহাড়ও পরিবেশের ভারসাম্য রক্ষায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাছ কাটলে গাছ লাগানো যায়, কিন্তু পাহাড় ধ্বংস
করলে পাহাড় আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই পরিবেশ সুরক্ষায় বন রক্ষার পাশাপাশি পাহাড়
কাটাও বন্ধ করতে সকলকে ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইফেস্কু এলামনাই
এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি প্রধান অতিথির ভাষণে
একথা বলেন।
৭ জানুয়ারি শনিবার সকালে
চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত ইনস্টিটিউট
অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয় (ইফেস্কু)-এর
প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইফেস্কু এলামনাই এসোসিয়েশনের (আইএএ) পুনর্মিলনী অনুষ্ঠিত
হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড. শিরীণ আখতার।
উপমন্ত্রী আরো বলেন,
সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিশ্বে যে সহনীয় পরিবেশ দরকার তা আমাদের সকলকে মিলেই
তৈরি করতে হবে। বন ও পরিবেশ বিজ্ঞানীরা দেশের বনজ সম্পদকে সুরক্ষা তথা সবুজায়নের
মাধ্যমে পরিবেশকে সুরক্ষা দিয়ে যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অত্যন্ত
প্রশংসনীয়। পরিবেশের সুরক্ষা তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী বিনির্মাণে
প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে বৃক্ষরোপনে ও পাহাড় রক্ষায় তথা প্রকৃতির ভারসাম্য
বজায় রাখতে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
সভাপতির ভাষণে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা
দেশ-বিদেশে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্বব্যাপি জলবায়ু
পরিবর্তনের ফলে উদ্ভুত দুর্যোগ মোকাবেলা ও প্রকৃতি সংরক্ষণে নব নব কৌশল উদ্ভাবনে
উপাচার্য পরিবেশ বিজ্ঞানীদের আরো আন্তরিক ও কার্যকরভাবে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন,
চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, বন অধিদপ্তর, ঢাকা-এর প্রধান
বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর
আলী হোসেন, কম্পাসের প্রজেক্ট লিড আবু মোস্তফা কামাল উদ্দিন।
আইএএ যুগ্ম সম্পাদক আলী
মাহবুব মো. হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএএ সাধারণ সম্পাদক
প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন
প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের
পরিচালক প্রফেসর ড. মো. আকতার হোসেন। অনুষ্ঠানে আইএএ সভাপতি শেখ মোহাম্মদ বেলালের ভিডিও বার্তা পরিবেশিত
হয়। সমাপনী বক্তব্য রাখেন আইএএ সহ-সভাপতি জনাব মোজাম্মেল হক শাহ চৌধুরী।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। এতে ইফেস্কু এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথি, সভাপতি এবং অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। পূর্বাহ্নে প্রধান অতিথি অতিথিবৃন্দকে সাথে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। কর্মসূচীর অংশ হিসেবে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল শিক্ষক সম্মাননা, স্মৃতিচারণ, পিঠা উৎসব, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
- মা.ফা
মন্তব্য করুন