চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সেমিনারে চবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৭, ০১:২১ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে এবং লজেন্সর পৃষ্ঠপোষকতায় রোড টু বিসিএস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

 

৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিইউসিসি সভাপতি শাহরিয়ার আলম এবং স্বাগত বক্তব্য রাখেন সিইউসিসি মডারেটর আফজালুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশা। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, উপ-কর কমিশনার আবদুল্লাহ ইউসুফ এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউসিসি হেড-অব-হসপিটালিটি নুসরাত নিম্মি এবং এসোসিয়েট মেম্বার শাফায়ের জামিল নওশান।

 

উপাচার্য তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য চমৎকার এ অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময়। একাডেমিক শিক্ষার পাশাপাশি এবং শিক্ষাজীবন শেষে বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীরা সাফল্য অর্জনের বিভিন্ন কলাকৌশল আয়ত্ব করতে পারলে তারা নিশ্চিতভাবে সফলকাম হবে। আজকের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাজ্ঞজনদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আয়ত্ব করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সেমিনারে চবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেমিনার শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সর্বোচ্চ নম্বর পাওয়া ৫ জনকে দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়া কুইজে অংশগ্রহণকারী সকলকে বিসিএস ও প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক প্লাটফর্ম লজেন্স-এর পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।


- অ.হো. 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video