চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গণিত বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ১৪শ জাতীয় স্নাতক গণিত
অলিম্পিয়াড ২০২৩ (বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি
শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ১নং গ্যালারীতে আয়োজিত গণিত
অলিম্পিয়াড উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর
ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর
বেনু কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ
আমান উল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস,
ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এসএম সোহেল রানাসহ চবি গণিত বিভাগের
শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের স্নাতক গণিত অলিম্পিয়াড আয়োজন করায় আয়োজকবৃন্দসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে গণিতের চাহিদা সর্বত্র। গণিত ব্যতিত বিজ্ঞানের অগ্রযাত্রা সম্ভব নয়। বাংলাদেশের গণিত শিক্ষার মানোন্নয়নে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্নাতক গণিত অলিম্পিয়াডে অনুদান প্রদানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।
- মা.ফা.
মন্তব্য করুন