চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থী ও ৯ গবেষক কে সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ আগস্ট ০১, ১০:৫৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিগত বছরের সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী গবেষণাপত্র প্রকাশকদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হতে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিগত বছরের সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী গবেষণাপত্র প্রকাশকদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

৩১ জুলাই চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হাইয়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) উদ্যোগে চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়্যাল ক্লাস রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস.এম মনিরুল হাসান। উল্লেখ্য, এ বছর বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে চবির ৫৫ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা প্রকাশনার সংখ্যা দ্বিগুণ হয়ে ৫৫০ এ উন্নীত হয়েছে।

 

ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী গবেষণাপত্র প্রকাশক শিক্ষকবৃন্দ হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও প্রফেসর ড. ফারাহ জাহান, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসর ড. তরিৎ কুমার বল, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান, ফার্মেসি বিভাগের জনাব মোঃ গিয়াস উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খাদিজা মিতু, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ আফতাব উদ্দীন, মার্কেটিং বিভাগের ড. শান্ত বনিক, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসর প্রফেসর ড. এস.এম. শরীফুজ্জামান।

 

স্কোপাস ইনডেক্সড জার্নালে চবির শীর্ষ ৫ প্রকাশকরা হলেন ফার্মেসি বিভাগের সাদ আহমেদ সামি, রসায়ন বিভাগের লাকি দে, উদ্ভিদবিদ্যা বিভাগের সজিব রুদ্র, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের  মোঃ আব্দুল কাইউম খান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শাগুফতা মিজান এবং ফিসারিজ বিভাগের ইস্তিউক আহমেদ রুবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের আবু তায়েব মঈন।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ২০১৯ সাল থেকে উচ্চশিক্ষা এবং গবেষণা বিষয়ে শিক্ষার্থীদের যথাযথ দিক নির্দেনা দিতে বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে।


- মাইশা ফাইরোজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video