চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শিক্ষা-গবেষণা প্রতিষ্ঠান। এ বিশ্বাবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ তাঁদের শিক্ষা-গবেষণা কর্মের ফলে বিশ্বে সুপ্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়ার সুযোগ পায় তারা অত্যন্ত সৌভাগ্যবান। কারন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক-গবেষকবৃন্দের সান্নিধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে সুন্দর জীবন গড়ার সুযোগ পায়। চিটাগং ইউনিভার্সিটি সেন্টার ফর বিজিনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এর ২১তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্ত্যবে এই সব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশ্ববিদ্যালয়ের গুণি শিক্ষকবৃন্দের উপদেশ মেনে আলোকিত মনবসম্পদে পরিনত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে সচেষ্ট থাকতে তিনি নতুন শিক্ষার্থীদের পরামর্শ দেন । পাশাপাশি লব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন অগ্রগতিতে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সিইউসিবিএ-র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেনের সভাপতিত্বে ২৪ জুন শুক্রবার সকালে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। এতে বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন।
মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. জান্নাত আরা পারভীন, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি জনাব শাহনেওয়াজ মাহমুদ সোহেল এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি জনাব তাসলিমা আকতারসহ চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, এমবিএ প্রোগ্রামের নতুন ও পুরাতন শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সিইউবিএ’র পক্ষ থেকে মাননীয় উপাচার্যসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি
-মা ফা / জা হো ম
মন্তব্য করুন