চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন
চুক্তির (এপিএ) আওতায় চবি কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপি শুদ্ধাচার সংক্রান্ত এক
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার
সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে কর্মশালার উদ্বোধন করেন চবি উপাচার্য
প্রফেসর ড. শিরীণ আখতার। চবি আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন-এর
সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর
আহমদ। চবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষজ্ঞ বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর
ড. মোহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক
ড. কমল দে ।
অনলাইনে সংযুক্ত থেকে কর্মশালায় উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান উপাচার্য। তিনি বলেন, কর্মক্ষেত্রে শুদ্ধাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীকে নীতি-নৈতিকতার সাথে দায়িত্বপালনে অধিকতর সচেষ্ট হতে হবে।
- মা.ফা.
মন্তব্য করুন