চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
অধ্যয়নরত বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
নির্ধারণের লক্ষ্যে ‘Mental Health and Expressive Psychotherapy to Protect
Students from Substance Abuse and Suicide’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন বুধবার
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে
এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য
(একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ
দৌল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) ড.
অরুনাভ বৈরাগী। কর্মশালা পরিচালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর অতিথি শিক্ষক,
শিক্ষাবিদ এবং থেরাপিউটিক ইমপ্রোভাইজার প্রফেসর ড. জিম রবিনসন এবং চবি নাট্যকলা বিভাগের
খন্ডকালীন শিক্ষক, এক্সপ্রেসিভ সাইকোথেরাপিস্ট জনাব মো. মোস্তফা কামাল যাত্রা।
প্রধান অতিথির
বক্তব্যে উপাচার্য উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সুস্থ দেহে বাস করে সুন্দর
মন। মন ভালো না থাকলে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। তিনি বলেন, মানসিক রোগ এটি একটি বৈশ্বিক
সমস্যা। এটির কারণে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক কার্যক্রমের জন্ম নেয়। এর ফলে হতাশাগ্রস্থ
হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এর থেকে পরিত্রান পেতে হলে সুস্থ মন দরকার এবং তারজন্য
নিয়মিত কাউন্সিলিং প্রয়োজন।
কর্মশালার দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করা হয়। এতে মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, চবি অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন