চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদায়ী ও নবাগত শিক্ষকদের ‘সম্মাননা ও সংবর্ধনা’

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ এপ্রিল ২৯, ০২:৩৮ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদায়ী ও নবাগত শিক্ষকদের ‘সম্মাননা ও সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

শিক্ষক সমিতির উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অবসরগ্রহণকারী শিক্ষকদের সম্মাননা এবং নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

 

২৮ এপ্রিল রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক। বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্যদ্বয়, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি) ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তন্ময়ী হাসান।

 

উপস্থিত অবসরগ্রহণকারী শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষকদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এসময় উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বরিষ্ট শিক্ষকবৃন্দ তাঁদের নিরবচ্ছিন্ন জ্ঞান বিতরণের মাধ্যমে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদনে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। তাছাড়াও পেশাগত জীবনে প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা অনস্বীকার্য। অবসরের পরেও তাঁদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতার হাত উম্মুক্ত রেখে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে স্মার্ট মানবসম্পদ তৈরীতে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

 

নবীন শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। এ পেশায় যেমন রয়েছে সম্মান তেমনি রয়েছে দায়বদ্ধতাও। নবীন শিক্ষকরা এ মহৎ পেশাকে নিছক পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে গ্রহণ করে দেশ-জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অবসরগ্রহণকারী শিক্ষকদেরকে উত্তরীয় পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 

অনুভূতি ব্যক্ত করে সংবর্ধিত অবসরগ্রহণকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রফেসর ড. মো. এম মারুফ হোসেন, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম ও ইংরেজী বিভাগের প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে নবীন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. কবির হোসেন।

 

অনুষ্ঠানে চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোষ্ট, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক সমিতির সাধারণ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


- মা.ফা.

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video