চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

অধ্যাপক জিয়া হায়দার ছিলেন অত্যন্ত মেধাবী, সদালাপী, আদর্শ শিক্ষক ও গবেষক সর্বোপরি দেশবরেণ্য একজন নাট্যব্যক্তিত্ব। সবার কাছে গ্রহণযোগ্য এ নিভৃতচারী নাট্যব্যক্তিত্ব তাঁর জীবন কাটিয়েছেন জ্ঞান-গবেষণায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিয়া হায়দার স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ নভেম্বর ০৮, ০৪:৫১ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ আয়োজিত জিয়া হায়দার স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

অধ্যাপক জিয়া হায়দার ছিলেন অত্যন্ত মেধাবী, সদালাপী, আদর্শ শিক্ষক ও গবেষক সর্বোপরি দেশবরেণ্য একজন নাট্যব্যক্তিত্ব। সবার কাছে গ্রহণযোগ্য এ নিভৃতচারী নাট্যব্যক্তিত্ব তাঁর জীবন কাটিয়েছেন জ্ঞান-গবেষণায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ আয়োজিত জিয়া হায়দার স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

 

৬ নভেম্বর রবিবার সকালে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারীতে অনুষ্ঠিত জিয়া হায়দার স্মারক বক্তৃতা-২০২২-এ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি  উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। চবি নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিনের সভাপতিত্বে স্মারক বক্তৃতায় বক্তব্য উপস্থাপন করেন ভারতের নাট্যসমালোচক, নাট্যকার ও অনুবাদক অংশুমান ভৌমিক এবং চবি নাট্যকলা বিভাগের প্রভাষক সুবীর মহাজন। স্বাগত বক্তব্য রাখেন চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকলা বিভাগের প্রভাষক ইরা আহমেদ। স্মারক বক্তৃতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস.এম মনিরুল হাসান।

 

উপাচার্য তার বক্তব্যের শুরুতে প্রয়াত অধ্যাপক জিয়া হায়দারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে তিনি এ গুণী নাট্যকারের স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্মারক বক্তৃতার সার্বিক সাফল্য কামনা করেন। এ প্রথিতযশা নাট্যব্যক্তিত্বের অনুপ্রেরণায় নিজেদের গড়ে তোলার জন্য প্রজন্মের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

         

স্মারক বক্তৃতায় চবি নাট্যকলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিস প্রধান, শিক্ষার্থী এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video