চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
পরিসংখ্যান বিভাগের উদ্যোগে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে
২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট
বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে এক বর্ণাঢ্য র্যালি চবি
ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন এবং সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকনুজ্জামান এবং উক্ত বিভাগের প্রফেসর মো. এমদাদুল হক। র্যালিতে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
- মা.ফা.
মন্তব্য করুন