চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয়েছে ‘সুবর্ণজয়ন্তী’ উৎসব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৫, ০৬:০১ অপরাহ্ন
বেলুন-ফেস্টুন উড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উৎসব উদ্বোধন করছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আনন্দ উচ্ছ্বাসে ম্যানেজমেন্ট পঞ্চাশে এ প্রতিপাদ্যকে ধারণ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী উৎসব। এদিন নবীন-প্রবীণের পদচারণায় মুখরিত হয় চবি ম্যানেজমেন্ট বিভাগ তথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; এ যেন এক অন্যরকম মিলনমেলা।

 

৪ ফেব্রুয়ারি শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক দ্যা পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর হেলাল উদ্দিন নিজামী। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবির সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর (ডেপুটেশন) প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এবং ম্যানেজমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, প্রফেসর এএনআরএম বোরহান উদ্দিন, প্রফেসর ড. আবদুল আউয়াল খান ও প্রফেসর ড. মো. ফসিউল আলম।

 

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান। সুবর্ণজয়ন্তী উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার ও সহকারী অধ্যাপক জনাব সেতু রঞ্জন বিশ্বাস। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বিগতদিনে মৃত্যুবরণকারী বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

 

পূর্বাহ্নে চবি ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন। চবি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন ব্যাচের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা চবি স্মরণ চত্বর থেকে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র, ভোজ ইত্যাদি।


- অ.হো.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video