চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষা

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন ঐতিহাসিক বই, ছবি, ঐতিহাসিক দলিল এই কর্ণারে রাখা হয়েছে।

কদম মোবারক স্কুলে চালু হলো বঙ্গবন্ধু কর্ণার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ২৫, ০৫:১৮ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

 

২৪ মে বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন ঐতিহাসিক বই, ছবি, ঐতিহাসিক দলিল এই কর্ণারে রাখা হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে যাতে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে পারে সেজন্য তাদের প্রস্তুত করতে এই উদ্যোগ।

 

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রতি সপ্তাহে কিছু সময়ের জন্য হলেও শিক্ষার্থীদের বঙ্গবন্ধু কর্ণারে নিয়ে আসবেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে তাদের পরিচয় করাবেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু ভৌমিক।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video