মা যেভাবে পরিবারের সদস্যদের সবাইকে আগলে রাখেন, মায়ের তো বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)-ও সেটাই করছে। এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মরত প্রত্যেকের সুখে-দুঃখে অভিভাবকের মতো পাশে থাকতে সচেষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলে মিলেই তাই গড়ে উঠেছে একটি ইডিইউ পরিবার।
মা দিবস ও ঈদ ফ্যামিলি নাইট উপলক্ষে গত ৯ মে সোমবার সন্ধ্যায় ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সাঈদ আল নোমান।
তিনি বলেন, "গত দু'বছর পুরো পৃথিবীর মতো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতেও দুঃসময় নেমে এসেছিলো । সেই চরম ক্রান্তিলগ্নেও আমরা সর্বতোভাবে কর্মরতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। সুচিকিৎসা নিশ্চিত করতে শহরের অন্যতম সেরা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। করোনায় প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসাসামগ্রী ঘরে পৌঁছে দিয়েছি। এমনকি, করোনাকালে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ৩৩ জন শিক্ষক-কর্মকর্তাকে ১২ লক্ষ টাকার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এসবের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের পরিবারের প্রত্যেকেই যেন ভালো থাকেন।"
ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, তাঁর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা. আনজুমান আরা ইসলাম, ফারুক-ই-আজম বীর প্রতীক, মেজর এমদাদুল ইসলাম, অধ্যাপক আবদুল কাইউম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সাদরে বরণ করে নেন ইডিইউ'র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান ও প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান । এই মিলনমেলায় অংশগ্রহণ করেন ইডিইউতে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবার।
- সংবাদ বিজ্ঞপ্তি
- জা.হো.ম
মন্তব্য করুন